R Praggnanandhaa’s Mother Gets Emotional (Photo Credit twitter)

নয়াদিল্লি: রমেশবাবু প্রজ্ঞানন্দ তাঁর মাকে গর্বিত করেছেন। চেন্নাইয়ের ১৯ বছর বয়সী এই কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয়, যিনি দাবা বিশ্বকাপের (World Chess Cup 2023) সেমিফাইনালে পৌঁছেছেন। ইভেন্টে তরুণ দাবা তারকা যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তাঁর মা পাশে দাঁড়িয়ে হাসছিলেন। পরে তাঁর মাকে একা বসে আনন্দের অশ্রু মুছতেও দেখা যায়। এসব সুন্দর হৃদয়স্পর্শী ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন টুইট

উল্লেখ্য, প্রজ্ঞানান্দ গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন, সেখানে দেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে সাডেন ডেথ টাইব্রেকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে করে, FIDE দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছেন আর প্রজ্ঞানন্দ। সেমিতে মুখোমুখি হবে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানার।