সাঙ্গুর: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Punjab CM Bhagwant Mann)-এর বাড়িতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি (various demands) জমা দিতে যাচ্ছিলেন মজদুর ইউনিয়নের ( Mazdoor Union) নেতা-কর্মীরা। কিন্তু, তাঁদের সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর বেপরোয়াভাবে লাঠিচার্জ (lathi-charged) করতে দেখা গেল পাঞ্জাবের পুলিশকর্মীদের (Punjab Police)।

বুধবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) সাঙ্গুর (Sangrur) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়। পরে পুলিশ কর্মীদের মধ্যস্থতায় কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে।

এপ্রসঙ্গে সাঙ্গুরের এসএসপি জানান, খুবই শান্তিপূর্ণভাবে (peaceful) প্রতিবাদ (protest) আন্দোলন চলছিল। কোনও লাঠিচার্জের ঘটনাও ঘটেনি। কয়েকজন আগ্রাসী মনোভাব নিয়ে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করেছিল। কিন্তু, পুলিশ খুবই বিচক্ষণতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছে। আমরা মজদুর ইউনিয়নের নেতাদের দাবি-দাওয়াগুলি জায়গা মতো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।