দিল্লি, ১২ মে: করোনা ভাইরাসকে (Virus) কেউ হালকাভাবে নেবেন নাI মারণ ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারছেন নাI জন্মের আগে করোনা তাঁর দ্বিতীয় সন্তানকে কেড়ে নিয়েছেI এবার হয়ত তাঁর পালাI মৃত্যুর আগে শেষবারের মতো মানুষকে সচেতন করার চেষ্টা করেন দিল্লির এক দন্ত চিকিৎসক (Doctor)I
গত ২৬ এপ্রিল মৃত্যু হয় দিল্লির (Delhi) দন্ত চিকিৎসক ডিম্পল অরোরা চাওলারI স্ত্রীর মত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ভিডিয়ো শেয়ার করেন ডিম্পলের স্বামী রাভিশ চাওলাI
আরও পড়ুন: Sonu Sood: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনুর নাম প্রস্তাব? কী বললেন গরিবের 'মসিহা'
রাভিশের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডিম্পল কথা বলতে পারছেন নাI তা সত্ত্বেও মৃত্যুর আগে মানুষকে সচেতন করতে চাইছেন তিনিI করোনার মতো মারণ ভাইরাসকে যাতে কেউ হালকাভাবে না নেন, সেই কথা বলতে শোনা যায় ডিম্পলকেI
I lost my pregnant wife and our unborn child to covid
She breathed her last on 26/4/21 and our unborn child a day earlier. She got covid positive on 11/4 and even during her suffering she had made the above video on 17/4 warning others not to take this covid lightly. #CovidIndia pic.twitter.com/Syg6yddMTD
— Ravish Chawla (@ravish_chawla) May 9, 2021
তিনি বলেন, ১১ এপ্রিল ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি তাঁর দ্বিতীয় সন্তানকে হারিয়ে ফেলেনI তারপর থেকে লড়াই করছেন তিনিI অনেক চেষ্টা করেছেন এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করতে কিন্তু পারছেন নাI এমনকী তিনি কথাও বলতে পারছেন নাI তা সত্ত্বেও তিনি এই ভিডিয়ো করছেন, মানুষকে সচেতন করার জন্যI ডিম্পল বলেন, ঘরের বাইরে বের হলে মাস্ক পরুন সবাইI প্রত্যেকের বাড়িতে যে ছোট শিশু, বয়ষ্করা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই ভাইরাস খুব ক্ষতিকরI কোনওভাবেই একে যেন কেউ হালকাভাবে না নেন বলে আবেদন করেন ডিম্পলI
আরও পড়ুন: COVID-19: কোভিড মোকাবিলায় আশার আলো, DRDO-র ওষুধে সুস্থতার হার বেশি বলে দাবি বিজ্ঞানীদের
স্ত্রীর মৃত্যুর পর সেই ভিডিয়ো শেয়ার করেন মৃত চিকিৎসকের স্বামীI স্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি ওই কাজ করেছেন বলে জানান ডিম্পলের স্বামী রাভিশI দিল্লির ওই চিকিৎসকের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়I