ছবি ট্যুইটার

দিল্লি, ১২ মে: DRDO-র তৈরি করোনা (Corona) ওষুধ সুরক্ষিত৷ পাশাপাশি এই ওষুধে সুস্থতার হারও অনেক বেশি৷ INMAS-র বিশেষজ্ঞ কমিটির তরফে এমনই দাবি করা হয়েছে৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO-র ওষুধ নিয়ে এমনই আশ্বাস শোনার পর থেকে আশার আলো দেখতে শুরু করেছেন অনেকেI

INMAS-এর বৈজ্ঞানিক বিশেষজ্ঞ সুধীর চন্দনা জানান, DRDO-র এই ওষুধ ১১০ জনের উপর প্রয়োগ করা হয়েছে এবং ভাল ফল মিলেছেI প্রথম দফার পর পরবর্তীতে ফের ২২০ জনের উপর প্রয়োগ করা হয় এই ওষুধI প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, সবকটি ট্রায়ালেই এই ওষুধের প্রয়োগে ভাল ফল মিলতে শুরু করেI যার জেরে এবার DRDO-র এই ওষুধ নিয়ে আশার আলো জাগছে বৈজ্ঞানিক মহলেI

আরও পড়ুন: Sonu Sood: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনুর নাম প্রস্তাব? কী বললেন গরিবের 'মসিহা'

এদিকে করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বিপর্যস্ত গোটা দেশI দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ গোটা দেশ জুড়ে একের পর এক রোগী আক্রান্ত হচ্ছেনI সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারI করোনার দ্বিতীয় ঢেউ যখন গোটা দেশ জুড়ে থাবা বসাতে শুরু করেছে, সেই সময় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের আকালও শুরু হয়েছেI মহারাষ্ট্র (Maharashtra), দিল্লি (Delhi) সহ বিভিন্ন রাজ্যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সনি পাওয়া যাচ্ছে নাI ফলে সেখানে সাধারণ মানুষকে টিকা দিতে পারছেন না বলেও জানান বিভিন্ন রাজ্যের মন্ত্রীরাI যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর শোরগোলI