Gandhi Jayanti: জার্মান গায়িকার কণ্ঠে মহাত্মা গান্ধীর প্রিয় ভজন, ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদী, দেখুন
German Singer CassMae (Photo Credit: X)

নয়াদিল্লি: আজ (০২ অক্টোবর)মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) মহাত্মা গান্ধীর প্রিয় ভজন (Mahatma Gandhi's Favourite Bhajan) 'বৈষ্ণব জানা তো'-এর একটি প্রাণময় শেয়ার করেছেন। গানটি গেয়েছেন জার্মান গায়িকা ক্যাসমে যিনি ক্যাসান্দ্রা মে স্পিটম্যান নামেও পরিচিত।

দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন “মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানব জাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনা অনুসরণ করতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণের জন্য কাজ করে চলি। তাঁর চিন্তাভাবনা দেশের যুব সম্প্রদায়কে আজও অনুপ্রাণিত করে চলেছে। তিনি যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবে পরিণত করার মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।”