বালি: জি২০ (G20) সামিটের (Summit) ডিনারে (Dinner) গিয়ে হাতে হাত (Shake Hands) মেলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং (Chinese President Xi Jinping)। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে (Bali) জি২০ সামিটের প্রথম দিনের ডিনারে সমস্ত প্রতিনিধিরা একসঙ্গে মিলিত হয়েছিলেন।
সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে ও হাতে হাত মেলাতে দেখা যায়। এখনও পর্যন্ত দুজনের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের (bilateral meeting) সম্ভাবনার কথা প্রকাশ্যে না এলেও মঙ্গলবারের এই সাক্ষাতের ভিডিয়ো সামনে আসতেই দু দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকের জল্পনা তৈরি হয়েছে। মূলত পূর্ব লাদাখের (Eastern Ladakh) সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে ভারত তার আপত্তির কথা জি২০ সামিটের ফাঁকে শি জিনপিংকে জানাতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে লাদাখে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হওয়ার পর এই প্রথম মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং।