পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ও গ্রিনগাউস গ্যাস বৃদ্ধির অন্যতম কারণ পুরুষেরা। এমনটাই মনে করে PETA। কারণ পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি মাংস খায়। আর পৃথিবীতে নিরন্তর গ্রিনহাউস গ্যাস বাড়িয়ে তোলে। এই সব পুরুষকে যৌন সংসর্গ থেকে দূরে রাখুন। মহিলাদের কাছে এই অদ্ভুত আবেদন করেছে PETA। আরও পড়ুন- Delhi: 'ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ', দিল্লিতে পৌঁছে বললেন আফগান শিখ শরণার্থীরা
দেখুন ভিডিও
"Men have a 40 percent higher carbon footprint because they're eating more meat than woman."
Women in Germany are being told to stop having sex with their husbands and boyfriends until they stop eating red meat. Dr Carys Bennett from PETA explains on #TimesRadio. pic.twitter.com/6B9jlFn1Pl
— Times Radio (@TimesRadio) September 22, 2022
PETA-র দাবি, একমাত্র যৌন সংসর্গের পথে বাধা পড়লেই পুরুষ সচেতন হবে। প্রাণীহত্যা কমবে। জলবায়ুর মাত্রাতিরিক্ত এলোমেলো ভাব কাটবে। গ্রিনহাউস গ্যাসের উৎপাদনও হ্রাস পাবে। তথ্য বলছে, পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি মাংস খায়। একইভাবে ৪১ শতাংশ বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে।
শরতলির যেসব পুরুষরা বিয়ারের ক্যান হাতে নিয়েই কিচেনে সসেজ গ্রিল করতে ব্যস্ত। বারবিকিউ চিকিন তৈরিতে মগ্ন। তাঁরা একই সঙ্গে প্রাণীহত্যার পাশাপাশি পরিবেশেরও চরম ক্ষতি করে চলেছেন।