বাদরের বাদরামি আমরা দেখে অভ্যস্ত ,কখনো রান্নাঘরে খাবার চুরি করে খাওয়া, কখনো বা গাছের ফল ফুল নষ্ট করা। এইসব তো চলতেই থাকে। তার মধ্যে হঠাৎ এই খবরে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ-পশ্চিম জাপানের একটি শহরের লোকেরা বাদরদের আক্রমণের শিকার হয়েছে। যারা বাচ্চাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, কামড় দিচ্ছে এবং বাচ্চাদের নখ দিয়ে আচড় ও দিয়ে দিচ্ছে।ইয়ামাগুচি সিটিতে ৮ই জুলাই থেকে ৫৮ জনের ওপর আক্রমণের খবর পাওয়া গেছে।
MEANWHILE, IN JAPAN: People have come under attack from monkeys that are trying to snatch babies, biting and clawing at flesh, and sneaking into nursery schools. https://t.co/ZAXgI42yW1 pic.twitter.com/08LQllNzmy
— ABC News (@ABC) July 29, 2022
এই বাদররা খাবারে আগ্রহী নয়, তাই খাবারের ফাঁদগুলো কাজ করেনি। তবে এক্ষেত্রে তারা বেশিরভাগ শিশু এবং বয়স্কদের টার্গেট করেছে। বাদরগুলোকে ধরার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একটি বিশেষ ইউনিট নিয়োগ করা হয়েছে যারা ট্রানকুইলাইজার বন্দুক দিয়ে বাদরগুলোকে ধরার চেষ্টা করছে।তবে কেন এই হামলা হয়েছে তা কেউ জানে না এবং বানরের দলই বা ঠিক কোথা থেকে এসেছিল তা এখনও স্পষ্ট নয়।