পারলে-জি বিস্কুট (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৯ জুন: বেশ কয়েকটি প্রজন্ম ধরে প্রতিদিনের চায়ের সঙ্গী পারলে-জি (Parle-G)। বড় বড় বিস্কুট ব্র্যান্ড এসে ফিকে করেছিল পারলে-জি'র মহিমা। লকডাউনে নামজাদা বিস্কুট ব্র্যান্ড যখন ঝাঁপ বন্ধ করেছে, একমাত্র পারলে-জি সবথেকে বেশি বিস্কুট বিক্রি করে গত ৮২ বছরের রেকর্ড ভেঙে সেরার জায়গা অর্জন করে নিয়েছে।ইকোনোমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, পারলে-জি জানিয়েছে গত মার্চ, এপ্রিল এবং মে মাসে তারা সবথেকে ভালো ব্যবসা করেছে, যা গত আটবছরে হয়নি।

পারলের প্রোডাক্টের মার্কেট শেয়ার প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ নিজে জানিয়েছে তাদের বিক্রির লাভের একটা বড় অংশ আসে পারলে-জি থেকে। লকডাউনেও ৫ টাকাতেই কোটি কোটি মানুষের কাছে বিস্কুট পৌঁছে দিয়েছে তারা। নেটিজেনরা পারলে-জির ঘুরে দাঁড়ানোর মাইলস্টোনকে টুইটারে শেয়ার করে অনেক অভিবাদন জানিয়েছে। এমনকি টুইটারের ট্রেন্ডিংও জায়গা করে নেয় পারলে-জি। আরও পড়ুন, বিশ্বজুড়ে আরও খারাপ পরিস্থিতিতে যেতে চলেছে মহামারী করোনাভাইরাস, সতর্ক করলেন হু-র প্রধান

 

লকডাউনে ঝাজর হাজার পরিযায়ী কর্মী কাজ হারিয়ে পথে নামেন বাড়ি ফেরার উদ্দেশে। হাতে কয়েকটা টাকা আর এক বোতল জল নিয়েই তারা রওনা দেন পায়ে হেঁটে নিজেদের বাড়ি ফিরে যেতে। কয়েক হাজার কিলোমিটার পথ পেরোতে ক্ষুধার্থ পরিযায়ী শ্রমিকদের খিদে মিটিয়েছে মাত্র ৫ টাকার পারলে-জি। রাস্তায় হেঁটে চলা সহস্র পরিযায়িদ শ্রমিকদের সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছেন অনেকেই। হাজার হাজার শ্রমিকদের ঘটে পারলে-জির প্যাকেট দিয়েছেন তারা। যার ফলে দামের সঙ্গে গুণমানের সামজ্ঞস্য রেখে শ্রমিকদের খিদে দূর করতে সাফল্য পেয়েছে পারলে-জি।