পান ব্রাউনির (Paan Brownie) ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) অন্তর্জালে। যেখানে হট চকোলেটের উপর ব্রাউনি, এক স্কুপ আইসক্রিম এবং শেষে বিশেষ মশলা সহযোগে পান দিয়ে সাজিয়ে খাবারের প্লেটে তুলে ধরা হচ্ছে। পান ব্রাউনির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন সেই পান ব্রাউনির ভিডিয়ো...
Pan and Browny Combo. Only from Ahmedabad, Gujarat. pic.twitter.com/ggXwGURFS1
— raman (@Dhuandhaar) November 9, 2021
তবে পান ব্রাউনির ভিডিয়ো ভাইরাল হলেও, কে এই খাবার তৈরি করেছেন, তাঁকে 'গ্রেফতার' করা হোক বলে দাবি করেন নেটিজেনদের কেউ কেউ। যদিও পুরোটাই মজার ছলে মন্তব্য করা।
Ain't there an IPC section where u can arrest those who massacre food like this? https://t.co/RM3HAxcHah
— Ashima Sharda (@ShardaAshima) November 10, 2021
কেউ কেউ আবার বলতে শুরু করেন, পান ব্রাউনিতে 'মিসিং' 'গ্রেট' করা চিজ। অর্থাৎ ব্রাউনির সঙ্গে পানের এই মজাদার মিশ্রণকে মেনে নিতে পারেননি অনেকেই।
some thing is missing, grated cheese perhaps https://t.co/8u00q7s1TL
— Anshu (@anshumaha21) November 10, 2021
সবকিছু মিলিয়ে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে ( Ahmedabad ) পান ব্রাউনির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।