Orange Shark (Photo Credit: FB)

এবার দেখা গেল কমলা রঙের শার্ক বা হাঙর (Orange Shark)। একেবারে বিরল প্রজাতির এই হাঙড় দেখা যায় কোস্টারিকায়। মধ্য আমেরিকার কোস্টারিকায় যখন এই উজ্জ্বল কমলা রঙের হাঙড়ের দেখা মেলে, অবাক হয়ে যান প্রত্যেকে। কমলা রঙের এই হাঙড় নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। কোস্টারিকার (Costa Rica) পাশাপাশি আর কোথাও এই কমলা রঙের হাঙড়ের দেখা এখনও পর্যন্ত মেলেনি।

তবে এই কমলা রঙের হাঙড়ের দেখা এ বছর মেলেনি। গত বছর প্রথম এই কমলা রঙের হাঙড়ের দেখা মেলে। পারিসমিনা ডমুস ডেই নামে এক ব্যক্তি এই কমলা রঙের হাঙড়ের ছবি তুলে তো পোস্ট করেন। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ওই ছবি। সেই সঙ্গে কমলা রঙের হাঙড়ের ছবি তুলে, তাকে ফের কোস্টারিকার সমুদ্রের জলে ছেড়ে দেওয়া হয়।

যে কোনও ধরনের জিনগত পরিবর্তনের কারণেই ওই হাঙড়ের রং কমলায় পরিণত হয়েছে। এমনই মনে করছেন গবেষকরা।

দেখুন সেই কমলা রঙের হাঙড়ের ছবি...