রানওয়েতে নামতে গিয়ে হঠাৎ করে দুখণ্ড হয়ে গেল বিমান (Flight)। আকাশ থেকে রানওয়েতে নামতে গিয়ে হঠাৎ করে বিমানটি যেভাবে দুখণ্ড হয়ে যায়, তা দেখে আতঙ্ক ছড়ায়। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে নেটিজেনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনই একটি ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। তাংসু ইগেন নামে এক ব্যক্তি এমন একটি ভিডিয়ো শেয়ার করে কার্যত আলোড়ন ফেলে দেন। তবে যে ভিডিয়োটিতে একটি বিমানকে দুখণ্ড হয়ে যেতে দেখা যায়, সেটি ২০১২ সালের।
সোশ্যাল মিডিয়ায় ২০১২ সালের ভিডিয়ো শেয়ার হতেই তা হু হু করে ভাইরাল হতেই পুরনো খবর প্রকাশ্যে আসে। রিপোর্টে প্রকাশ, ২০১২ সালে মেক্সিকোতে একটি বিমানকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়। মার্কন যুক্তরাষ্ট্র, জর্মানি, ব্রিটেনের তরফে একযোগে বিমানের ওই পরীক্ষা করা হয়। বিমান দুর্ঘটনা ঘটলেও কীভাবে তাঁর ভিতরের আসন থেকে সেখানকার যাত্রীদের সুরক্ষিত রাখা যায়, তা দেখতেই ওই পরীক্ষা করা হয়।
In 2012, Mexican scientists intentionally crashed a Boeing 727 to test which seats had the best chance of survival…
via @historyinmemes pic.twitter.com/AxPUPmBVGw
— Tansu YEĞEN (@TansuYegen) September 13, 2022
২০১২ সালে মেক্সিকোতে পরীক্ষামূলকভাবে যে বিমানটি ভেঙে পড়ে, সেখানে সুরক্ষিত অবস্থায় নেমে আসেন প্রত্যেক কর্মী। বিমানের কর্মী থেকে চালক প্রত্যেকে সুস্থ অবস্থায় বিমান থেকে নেম যান। অর্থাৎ বিমানের পরীক্ষামূলক ভাঙনে ওই সময় চালক সহ অন্য কোনও কর্মীর কোনও ক্ষতি হয়নি বলে জানা যায়। তবে ভিডিয়ো দেখে শিহরিত প্রায় গোটা বিশ্বের মানুষ।