Festive Sweets

কলকাতা : ভারত জুড়ে এখন উৎসবের মরশুম চলছে। হরিয়ালি তীজ দিয়ে শুরু হয়েছিল, তারপর ওনাম, এখন চলছে রাখি বন্ধন। সামনেই আবার জন্মাষ্টমী ও গণেশ চতুর্থী রয়েছে। এই উৎসবগুলোর সঙ্গে মিষ্টি ওতপ্রোতভাবে জড়িত। এত উৎসবের মধ্যে মিষ্টি বিক্রির রমরমা দেখে খাবারের অ্যাপ জমাটো (Zomato) তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি মজার পোস্ট শেয়ার করেছে। আগামী শনিবার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে উদ্দেশ্য করেই এই পোস্ট। পোস্টে লেখা রয়েছে, "থোডি সি মিঠাই বাঁচা লেনা, শনিবারকা ম্যাচ জিতনেকে বাদ ভি মু মিঠা করনা হ্যায়।”

দেখুন টুইট