Viral: ছাদনাতলায় বর ‘সোশ্যালিজম’ কনে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’? ভাইরাল বিয়ের কার্ড
বিয়ের কার্ড (Photo Credits:Social Media)

সালেম, ১১ জুন: আগামী ১৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ ('Mamata Banerjee')৷ পাত্রের নাম সোশ্যালিজম৷ করোনাকালে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন হলেও এমন পাত্রীর বিয়ের কার্ড ভাইরাল হবে সেটাই তো স্বাভাবিক৷ খুব ভাল করে জানি নিঃশ্বাস বন্ধ করে বসেছিলেন৷ কোথায় হচ্ছে বিয়ে? তামিলনাড়ুর সালেমে৷ সেখানেই ‘মমতা বন্দ্যোপাধ্যায়ে’র সঙ্গে সোশ্যালিজমের চারহাত এক হবে৷ আর এই সোশ্যালিজম এলেবেলে কেউ নন, তামিলনাড়ুর সিপিআইএম নেতা লেনিন মোহনের ছোট ছেলে৷ ভাবুন একবার ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ কিনা কমিউনিস্ট বাড়ির ভাবী পুত্রবধূ৷ না না এ কোনও গল্পকথা নয়৷ এমনটা সত্যি ঘটতে চলেছে৷ এবার পাত্রীর পরিচয়ে আসি৷ খ্যাতনাম কংগ্রেসি পরিবারের মেয়ে, পুরো নাম ‘পি মমতা বন্দ্যোপাধ্যায়’৷  আরও পড়ুন-Coronavirus Cases in West Bengal: রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত ৫, ২৭৪ জন, অনেকটা কমল মৃতের সংখ্যা

২১ বছর আগে যখন পশ্চিমবঙ্গে কংগ্রেসনেত্রী হিসেবে দারুণ কাজ করছেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ তখন তামিলনাড়ুর কংগ্রেস পরিবারে জন্ম নিল শিশুকন্যা৷ আদর করে তার নাম রাখা হল মমতা বন্দ্যোপাধ্যায়’৷ আদ্যোপান্ত কংগ্রেস পরিবার নেহরু, গান্ধীর আদর্শে দীক্ষীত৷ তাই মেয়ের নামে রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটবে এ আর এমন কী ব্যাপার৷ সেই ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ এখন তরুণী৷   আগামী রবিবার সোশ্যালিজমের সঙ্গে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হতে চলেছে৷ তবে বিয়ের কার্ড ভাইরাল হওয়ায় গোটা দিন ধরে লাগাতর ফোন আসছে লেনিন মোহনের কাছে৷ উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা৷ করোনাকালে ফের এক ব্যাতিক্রমী বিয়ে নিয়ে নেটদুনিয়ায় হইচই পড়ে গেছে৷