বাস্তবে ধরা দিল মৎস্যকন্যা! ছোট বেলা থেকে আমরা অনেকেই 'মারমেড' (Mermaid) অর্থাৎ মৎসকন্যার কথা শুনেছি। জলপরি নিয়ে অনেক রুপকথার গল্পও রয়েছে। বিভিন্ন দেশের রূপকথাতে বহু বার উঠে এসেছে মৎস্যকন্যার কথা। জলপরী নিয়ে শিশুমনে ফুটে ওঠে নানান রহস্যময় কল্পনার দৃশ্য। সম্প্রতি এক বিশালাকার মৎস্যকন্যা ভেসে এলো পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) সমুদ্রতটে। সেখানে জলপরিকে দেখতে প্রচুর মানুষের ঢল নামে। 'মারমেড'-এর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে।
দেখুন
Bizarre 'mermaid' creature washes ashore in Papua New Guineahttps://t.co/yrklhOwrOv
— News Tron (@mejo7600) October 20, 2023
Mysterious 'mermaid globster' washes up in Papua New Guinea
— Ginger Grant (@gigi1943) October 20, 2023