ডাস্টবিনে চায়ের কাপ ধোয়া চলছে (Photo Credits: Twitter, @mandar2005)

মুম্বই, ২০ ডিসেম্বর: বেশ কয়েকমাস আগে মুম্বইয়ের কুর্লা স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যাতে দেখা যায়, রেলের ক্যান্টিনের এক কর্মী হাত দিয়ে গুলছেন লেবুজল। একেবারে অস্বাস্থ্যকর উপায়ে লেবুর সরবত তৈরি হচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই নিত্যাযাত্রীদের মধ্যে বিপুল ক্ষোভ ছড়ায়। তারপর থেকে মধ্যে রেল প্ল্যাটফর্মে লেবু জল বা এই জাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করে দেয়। ফের এমন ঘটনা ঘটল মুম্বইয়ের থানে রেলস্টেশনে (Thane railway station)। প্ল্যাটফর্মের চায়ের দোকনদার (Mumbai man) ডাস্টবিনের মধ্যে কাপ (tea cups) ধুচ্ছেন। তারপর ট্রেতে সাজিয়ে সেই কাপ নিয়ে স্টলে ফিরছেন। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। নেটিজেনরা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আবেদন করেছেন। আরও পড়ুন-Kerala Police Officer Shares Food With Man: বনধের দিনে ভবঘুরের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, ঘটনাটি থানে রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মের। সেখানে শুকনো নোংরা ফেলার জন্য ডাস্টবিন (dry waste) রাখা আছে। সেই ডাস্টবিনেই চায়ের কাপ ধুচ্ছিলেন ওই যুবক। মান্দার নামের এখ ব্যক্তি এই ধৌতপর্বের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই সঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল, আইআরসিটিসি, রেলমন্ত্রকের টুইটার সব জায়গাতেই ট্যাগ করেছেন। এহেন ঘটনার যাতে দ্রুত সুরাহা হয় তার আবেদনও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে। ওই ব্যক্তিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে টুইটারে নেটিজেনদের কমেন্ট উপচে পড়েছে।