ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাউন্ট আবুর (Mount Abu) হোটেলে (Hotel) রাতের অন্ধকারে বিশেষ অতিথির আগমন হোটেলের রিসেপশন ঘোরাফেরা করতে দেখা গেল মস্ত বড় ভাল্লুককে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল তার কীর্তিকলাপ ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখে হোটেলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন জানা গিয়েছে, মাউন্ট আবুর একটি হোটেলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত .৫৫ নাগাদ হোটেলে প্রবেশ করে একটি কালো ভাল্লুক রিসেপশনের কাছে ঘোরাফেরা করতে থাকে সে ঢুকে পড়ে রিসেপশনের ভিতরেও এরপর ভাল করে চারিদিক ঘুরে দেখে সেখান থেকে চলে যায় সে তার কাণ্ড দেখে ভয়ে রিসেপশন ছেড়ে পালিয়ে যান হোটেল কর্মী যদিও হোটেলের বাকি লোকজন ঘরে ঘুমিয়ে থাকার কারণে সেভাবে আতঙ্ক ছড়ায়নি সেই সময় কিন্তু এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই আতঙ্কে নেটপাড়া

মাঝরাতে হোটেলে ঢুকে পড়ল কালো ভাল্লুক, তারপর...? ভাইরাল ভিডিয়ো