মেক্সিকো সিটি: মেক্সিকো (Mexico) ঘুরতে গিয়ে প্রাচীন মায়ান পিরামিডে (Ancient Mayan Pyramid) উঠে পড়েছিলেন স্পেনের এক মহিলা (Spanish woman)। তারপর সেখান দাঁড়িয়ে নেচে (Dancing) ও চিৎকার করে নিচে দাঁড়িয়ে থাকা লোকজনকে ডাকতে থাকেন। ঐতিহাসিক (Historical) ওই মনুমেন্টে (monument) এই ঘটনা ঘটতে দেখে রেগে (Angry) ওঠেন নিচে ঘুরতে থাকা পর্যটকদের (tourist) একাংশ। এর জেরে ক্ষেপে গিয়ে তাঁকে জলের বোতল (Water Bottles) ছুঁড়ে (Throws) মারতে থাকেন। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট হতেই ভাইরাল (viral) হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০০৭ সালে মেক্সিকোর চিচেন ইটজায় (Chichen Itza) অবস্থিত কুকুলক্যানের (Kukulcan) ওই প্রাচীন মায়ান পিরামিডটিকে বিশ্বের নতুন সাতটি বিস্ময়ের (New 7 Wonders of the World) মধ্যে একটি বলে ঘোষণা করেছে ইউনেস্কো (UNESCO)। স্থানীয় মানুষরা পাশাপাশি দেশবিদেশ পর্যটকরা সেটি দেখতে ভিড় জমালেও পিরামিডের উপরে কেউ ওঠেন না। কিন্তু, স্পেনের ওই মহিলাকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি সেখানে উঠে লোকজনের দৃষ্টি আর্কষণের চেষ্টা করেন। যাতে হিতে বিপরীত হয়।