Sky Fireball. (Photo Credits:X)

Sky Fireball Video: আকাশ যেমন সুন্দর, তেমনই রহস্যের ভান্ডা। বলা নেই, কওয়া নেই আর্জেন্টিনার লাপাম্পা আকাশে হঠাৎই এক বিশাল অগ্নিগোলক ((Fireball) দেখা গেল। গোধূলি লগ্নে আকাশ জুড়ে দাউদাউ করে জ্বলে উঠল এই আগুনের রেখা। দিগন্ত জুড়ে জ্বলন্ত আলোর রেখা ছড়িয়ে পড়তেই শহরের ভবনগুলো স্পষ্ট হয়ে ওঠে। ম্লান হয়ে আসা সূর্যাস্তের আলোকে আরও নাটকীয় করে তুলল এই দৃশ্য। এটা কোনও উল্কাপিন্ড নাকি মহাকাশের জঞ্জাল বা ডেবরিস।  তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ছড়িয়েছে চাঞ্চল্য

আচমকা অগ্নিগোলকটি দেখা দেওয়ায় স্থানীয় মানুষের চোখ আটকে যায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর মেলেনি। ঘটনাটি ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা একে উজ্জ্বল, দীপ্তিমান জ্বলন্ত বস্তু বলে বর্ণনা করেছেন।

দেখুন সেই অগ্নিগোলক

উল্কা নাকি মহাকাশের আবর্জনা

বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি উল্কা কিংবা মহাকাশের আবর্জনা হতে পারে। কয়েক সেকেন্ড ধরে আকাশে দৃশ্যমান ছিল এর গতিপথ। স্থানীয় প্রশাসন সম্ভাব্য প্রভাব নিয়ে নজরদারি চালাচ্ছে। কদিন আগে জাপানে দেখা গিয়েছিল ভয়াবহ আকাশ বিস্ফোরণ, আবার ২০২৪ সালের ডিসেম্বরে এক মার্কিন স্যাটেলাইট পুনঃপ্রবেশের ফলে জ্বলে উঠেছিল আমেরিকার আকাশ। এইসব ঘটনা বাড়তে থাকা আকাশঘটনার দিকে ইঙ্গিত করছে।