একমাত্র প্রেমিকার জন্যে আকাশ থেকে চাঁদ-তাঁরা পেড়ে আনতে রাজি প্রেমিকেরা। স্বপ্নের নারীকে বিয়ে করার জন্যে কী না কী করতে পারেন পুরুষেরা। আংটি বাড়িয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গিয়েছে সহস্য পুরুষকে। হরেক দেশে হরেক রকমের বিয়ের প্রস্তাব দেখেছেন এতো দিনে। কিন্তু মাঝ আকাশে বিয়ের প্রস্তাব দেখেছেন কখনও (Marriage Proposal On Filght)?
সোশ্যাল মিডিয়া জেরে সেই সৌভাগ্যও হয়ে গেল। এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight) প্রেমিকাকে চমক দিলেন প্রেমিক (Marriage Proposal On Filght)। যাত্রী ভর্তি বিমানের মাঝেই বড় মাপের একটি গোলাপি প্ল্যাকার্ডে নিজের মনের কথা লিখে নিয়ে হাজির হলেন প্রেমিক। সিট ছেড়ে বেরিয়ে এলেন হতবম্ব প্রেমিকা। হাঁটু মুড়ে বসে পকেট থেকে আংটি বের করে প্রেমিকার দিকে বাড়িয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে টেনে জড়িয়ে ধরছেন প্রেমিকা। যুগলের প্রেমের মুহূর্তে সাক্ষী থাকল এয়ার ইন্ডিয়া বিমানের ওই যাত্রীরা। আপ্লূত হয়ে করতালি দিতে লাগল যাত্রীরা। নেটপাড়ায় হু হু করে ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ভিডিয়ো।
মাঝ আকাশে বিয়ের প্রস্তাবঃ
Marriage Proposal Made in Heaven
Love is in the Air
Wedding bells were ringing for a couple onboard an #AirIndia flight to #Mumbai when a man got down on one knee mid-air and proposed to his #fiancee, who was taken aback by the romantic gesture #AirI…https://t.co/ETqzEBzjKH
— rameshkotnana (@rameshkotnana1) January 11, 2023
প্রেমিকাকে না জানিয়ে ওই ব্যক্তি আকাশপথে তাঁকে চমক দেওয়ার জন্যে এই পরিকল্পনা করেন (Marriage Proposal On Filght )। একই বিমানের একটি টিকিট সে নিজের জন্যে বুক করেন, যে বিমানে তাঁর প্রেমিকা যাত্রা করছিলেন। বিমান মাঝ আকাশে পৌঁছাতেই মুখে মাস্ক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজের সিট ছেড়ে গুটি গুটি পায়ে তাঁকে এগিয়ে আসতে দেখা যায়। প্রেমিকার সিটের সামনে গিয়ে নিজের মুখের মাস্ক সরাতেই অবাক প্রেমিকা।