ভাইরাল ভিডিয়ো (ছবিঃInstagram)

পিছন থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Tornado), কিন্তু সে সবের তোয়াক্কা না করেই হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে (Girlfriend) বিয়ের প্রস্তাব তরুণের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) তরুণের এই কীর্তি। প্রেমিকের কাণ্ডকারখানা দেখে খুশিতে ডগমগ প্রেমিকা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রেমিকাকে গাড়িয়ে চাপিয়ে ঘুরতে বেড়িয়েছেন এক তরুণ। আকাশ কালো হয়েচ এসেছে। বোঝাই যাচ্ছে যে কোনও মুহূর্তে ধেয়ে আসবে ঝড়বৃষ্টি। এরই মাঝে হঠাৎ গাড়ি থামিয়ে দেন তিনি।

ঘূর্ণিঝড়ের মধ্যে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভাইরাল ভিডিয়ো

এরপর রাস্তায় হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আনন্দে প্রেমিকের প্রস্তাবে সাড়া দেন তিনি। আর এরই মাঝে দেখা যায় পিছনের আকশে কালো হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই এই যুগলের। ‘বেকিপ্যাটেল’ নামক একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। মুহূর্তে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। শেয়ারও করেছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ভিডিয়োটি। কেউ কেউ বলছেন 'ভালবাসা এমনই অন্ধ হয়।' কেউ আবার প্রাণের ঝুঁকি নিয়ে এই ধরনের কান্ডকারখানার তীব্র নিন্দে করেছেন।

 ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভাইরাল তরুণের কীর্তি

 

View this post on Instagram

 

A post shared by Becky Patel (@beckypatel)