Maharashtra: মুম্বইয়ের সমুদ্রে ভাসছে গাড়ি! দেখুন ভিডিয়ো
মুম্বইয়ের সমুদ্রে ভাসছে গাড়ি (Photo: @TOIMumbai)

মুম্বই, ৩০ ডিসেম্বর: সমুদ্রে ভাসছে গাড়ি (Car)! ঠিক এই ছবিই দেখা গেল মুম্বইয়ের (Mumbai) ভাসাইয়ের ভুইগাঁও বিচে (Vasai)। যদিও ওই গাড়িতে কেউ ছিলেন না। মনে করা হচ্ছে যে ঢেউয়ের তোড়ে গাড়িটি কালাম্ব বিচ থেকে ভেসে চলে আসে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভাসাইগাঁও থানার পুলিশ। বিচ থেকে ৫০০ মিটা দূরেই ভাসছিল গাড়িটি। ভাসার সময় গাড়ির ছাদটাই একমাত্র দেখা যাচ্ছিল। খুব ভালো করে পর্যবেক্ষণ করার পর বোঝা যায় যে গাড়িতে কেউ নেই।

গাড়িটি বালিতে আটকে গেছে। সেটিকে তটে নিয়ে আসার চেষ্টা চলছে। গাড়িটির সঙ্গে দড়ি বেঁধে সেই দড়ি একটি ট্রাক্টরের সঙ্গে বাঁধা হয়েছে। এরপর ট্রাক্টরের সাহায্যে গাড়িটিকে পাড়ে তোলার চেষ্টা চলছে। আরও পড়ুন: 10 Deadliest Natural Disasters In 2020: পঙ্গপাল হানা, উত্তরাখণ্ডের দাবানল! আতঙ্কের ২০২০

পুলিশ জানিয়েছে, কালাম্ব বিচে কয়েকজন যুবক পার্টি করছিল। গাড়িটি তাদের বলেই মনে হচ্ছে। ঢেউয়ের তোড়ে সেটি এখানে ভেসে চলে আসে।