সম্বলপুর(ওড়িশা), ৩১ অক্টোবর: বাংলায় চলতি প্রবাদ আছে যে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। ঠিক যেন সেই প্রবাদ একবার দেখা গেল। মুরগি (Chicken) নিয়ে গন্তব্যে যাচ্ছিল একটি ট্রাক। মাঝপথে দুর্ঘটনায় পড়ে ট্রাকটি। দুর্ঘটনার ধাক্কায় মারা পড়ে বহু মুরগি। এই পর্যন্ত ঠিকই ছিল। তবে এরপরই ঘটে আসল ঘটনা। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগানোর পরিবর্তে মুরগি নিয়ে চলে যেতে শুরু করে। কেউ হাতে যতগুলি পারা যায় ততগুলি। কেউ আবার হাতের সঙ্গে ব্যাগেও। আর গোটা এই ঘটনাটি কেউ মোবাইল ক্যামেরায় তুলে নেয়। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
সম্বলপুরের (Sambalpur) কুচিন্ডার টেন্ডাকুডারের কাছে দুর্ঘটনায় পড়ে ট্রাকটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় পড়া ট্রাকটি মেরামত করতে ব্যাস্ত চালকসহ অন্যরা। বেশ ভিড় জমেছে সেখানে। অন্যদিকে স্থানীয়রা মুরগি নিতে ব্যাস্ত। তাদের কারো হাতে ব্যাগ, কেউ আবার হাতে করেই বেশ কয়েকটি মুরগি নিয়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছেন আরও পড়ুন: Woman Raped 15 Year Old Boy: ১৫ বছরের কিশোরকে তিন বছর ধরে ধর্ষণ ৪১ বছরের মহিলার, দিলেন যমজ সন্তানের জন্মও
Locals steal broiler chickens after the truck, carrying the poultry, crashes near Tendakudar in Kuchinda of #Sambalpur district #Odisha pic.twitter.com/yBwN7t4NdD
— OTV (@otvnews) October 30, 2019
২ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটি দেড় হাজারেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি অনলাইনে বেশ জমে উঠেছে।