জঙ্গল সাফারিতে (Safari) বেরিয়ে পর্যটকদের চোখে পড়ল অদ্ভুদ দৃশ্য৷ গাড়ির মধ্যে বসে তাঁরা দেখতে পান, জঙ্গলের একটি শৌচাগার থেকে বেরিয়ে আসছে সিংহ (Lion)৷ তাও আবার পুরুষদের শৌচাগার থেকে৷ সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করার পর একটি সংগঠনের তরফে তা শেয়ার করা সামাজিক মাধ্যমে (Social Media)৷
সোশ্যাল মিডিয়ায় সিংহের ওই ভিডিয়ো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷ পাশাপাশি ওই সিংহ শৌচাগার (Washroom) সম্পর্কে সচেতন বলে তার প্রশংসা শুরু করেন অনেকে৷
আরও পড়ুুন: Afghanistan: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৫০
দেখুন সেই ভিডিয়ো...
Loo is not always safe & reliver for humans, sometime it can be used by others too...@susantananda3 @ParveenKaswan @PraveenIFShere @Saket_Badola pic.twitter.com/MNs9pwCycC
— WildLense® Eco Foundation (@WildLense_India) October 2, 2021
তবে পুরুষদের শৌচাগার থেকে বেরিয়ে সিংহটিকে সোজা ফের জঙ্গলের মধ্যে প্রবেশ করতে দেখা যায়৷ নেটিজেনদের একাংশের কথায়, 'প্রকৃতির ডাকে সাড়া' দিতেই 'জঙ্গলের রাজা' পুরুষদের শৌচাগারে হাজির হন৷ 'নিত্যকর্ম' সেরে তিনি নিয়ম মাফিক জঙ্গলে ফিরে যানে বলে মন্তব্য করেন অনেকে৷