'Defeated Burj Khalifa': জি ২০ সম্মেলন উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে কুতুব মিনার
Defeated Burj Khalifa (Photo Credit: Twitter)

নয়াদিল্লি: জি ২০ সম্মেলন উপলক্ষ্যে আলোকোজ্জ্বল কুতুব মিনার। হার মানবে বুর্জ খলিফা। আগামী ৮-১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০শীর্ষ সম্মেলন (G-20 Summit 2023)। আর এই উপলক্ষ্যে দিল্লি শহর সেজে উঠেছে। দিল্লির রাস্তাঘাট এখন আলোকিত। সেজে উঠেছে কুতুব মিনার। কুতব মিনারে এমন আলোক সজ্জা দেখে অনেকে এটিকে বুর্জ খলিফার সঙ্গে তুলনা করেছেন। জি২০ গোষ্ঠী ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। এই ১৯টি দেশ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, জার্মানি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং অবশ্যই ভারত। আসন্ন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরই অংশ নিচ্ছেন। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই জনিয়ে দিয়েছেন বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তাঁদের সম্মান জানাতেই এমনভাবে সেজে উঠেছে শহর। কুতব মিনার সহ সহরের বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেটিজেনরা। তা দেখে নেওয়া যাক।

দেখুন টুইট

 

 

সম্মেলনের আগে লেজার শো দিয়ে কুতুব মিনার আলোকিত হয়েছে৷