King Cobra: ঘরে ঢুকে শিশুকে তাড়া করছে কিং কোবরা, CCTV-তে ওঠা ভিডিও দেখে চমকে   যাবেন

হ্যানয়, ১৭ জুলাই: ছোট্ট ছেলেটা ঘরের বারন্দার মধ্যে খেলছিল। পাশেই ছিল তারা বাবা ও তার দাদা। বারন্দার সিসিটিভিটা তখন চালু ছিল। ভিয়েতনামের এক গ্রামের বাড়িতে সিসিটিবি ফুটেজ দেখেই এখন চমকে উঠছে সোশ্যাল মিডিয়া। সিসিটিভি ফুটেজ (CCTV) দেখা যাচ্ছে, একটা শিশু (Toddler) বারন্দায় বসে খেলছে। আরও পড়ুন: বিয়ে করতে এসে নতুন বউকে দেখে ঘুমিয়ে পড়লেন বর, ভাইরাল ভিডিয়ো

আচমকা দেখা যায় তার বাবা ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে, শিশুটির ছোট্ট দাদা বুদ্ধি করে তাকে কোলে তুলে ছুটে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাগে কিং কোবরাটা ছুটে যায় শিশুটি ও বাচ্চাটির দিকে (A scary video of King Cobra)। শিশুটির দাদু হেল্প হেল্প করে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকে যান।

কিং কোবরাটি প্রায় ২ মিটার লম্বা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দরজা বন্ধ করে দেওয়ার পরও তড়িতগতিতে ছুটে এসে সাপটা ভিতরে ঢোকার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে, যেনো কোনও রাগ থেকে সাপটা এভাবে তেড়ে গিয়েছে। বন্ধ দরজার ভিতর দিয়ে কোনওভাবে ঢোকার চেষ্টা করে সফল না হওয়ার কিছুক্ষণ পরে সাপটি বাড়িটি ছেড়ে বেরিয়ে যায়।