Same Sex Marriage Photo Credit: Twitter@@LiveLawIndia

উত্তরপ্রদেশের কানপুরে আজব কাণ্ড। কানপুরের এক যুবক ইন্দোরের এক ছেলের প্রেমে পড়ে। এরপর সমকামি সম্পর্কের জল অনেক দূর গড়ায়। বেশ কয়েকদিন পর তারা ঠিক করে একসঙ্গে থাকবে। সেটা জেনে এক কোটি টাকা খরচ করে ইন্দোরের ছেলেটি লিঙ্গ পরিবর্তনের ব্যয়বহুল অপারেশন করায়। কিন্তু ভালবাসার ফুল সব সময় তো সতেজ থাকে না। ইন্দোরের ছেলেটি যখন লিঙ্গ পরিবর্তনের কাজে ব্যস্ত, তখন তার প্রেমিক ওকে নিয়ে আগ্রহ হারায়।

সে যখন লিঙ্গ পরিবর্তন করে ফেরে তখন কানপুরের যুবকটি ইন্দোরের প্রেমিককে জানায় সে আর তার সঙ্গে বিয়ে বা একসঙ্গে থাকার ব্যাপারে আগ্রহ নয়। এরপর রেগে আগুন হয়ে মেজাজ হারিয়ে ইন্দোর থেকে এসে কানপুরে চলে আসে সে।তারপর কানপুরের ছেলেটির বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে আগুন লাগিয়ে নিজের ক্ষোভ মেটার ইন্দোরের সেই যুবক।

দেখুন ভিডিয়ো

আগুন লাগার পর গাড়িটিতে বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা ছুটে আসে। কানপুর পুলিশ সেই ইন্দোরের সেই ছেলেটিকে ধরে জিজ্ঞাসাবাদ করছে।