মোরাদাবাদ: সীমা-হায়দারের পর আরও একটি প্রেমের গল্প এখন শিরোনামে। ইরানের এক তরুণী ভারতীয় ইউটিউবারের প্রেমের টানে ছুটে এসেছেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
মোরাদাবাদের বাসিন্দা দিবাকর কুমার জানিয়েছেন, তিন বছর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ইরানিয়ান তরুণী ফাইজার সঙ্গে তাঁর আলাপ হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব হয় তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। ইরানে গিয়ে ফাইজা ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও ফাইজার পরিবারও বিয়েতে রাজি হয়। এরপর হিন্দিও শিখেছেন ফাইজা।
আরও পড়ুন: Iran Hijab Problem: হিজাব না পরে ছবি তোলার জন্য ইরানি মহিলার সঙ্গে ঝগড়া ধর্মগুরুর, গ্রেফতার ৪
ফাইজা এবার তাঁর বাবার সঙ্গে ২০ দিনের ভিসা নিয়ে ভারতে এসেছেন। শুক্রবার ধুমধাম করে বাগদান সেরেছেন দুজনে।
দেখুন ভিডিও
SM इन्फ्लुएंसर अंतरराष्ट्रीय संबंध लगातार मजबूत कर रहे हैं...
मुरादाबाद (UP) के यूट्यूबर दिवाकर कुमार की ईरान निवासी फैजा से FB पर दोस्ती हुई। दिवाकर ने ईरान जाकर मुलाकात की। फिर दोनों में मुहब्बत हुई। दोनों परिवार शादी को राजी हो गए। फैजा ने भारत आकर सगाई की, जल्द शादी होगी। pic.twitter.com/gItT6UtciV
— Sachin Gupta (@SachinGuptaUP) March 18, 2024
দিবাকর বলেন, আমাদের পক্ষ থেকে কোনও ধর্মীয় নিষেধাজ্ঞা নেই। এখন শুধু বিয়ের অপেক্ষা, দুই দেশের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাঁরা বিয়ে করবেন।