সোশ্যাল মিডিয়ায় সুন্দর পোশাক পরে ঝুঁকি নিয়ে সেলফি তুললে লাইকের ঝড় শুরু হয়। ইনস্টাগ্রাম বা অন্য এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুধু লাইক, ভিউজ, ফলোয়ার বাড়ানোর নেশায় তাই জীবনের ঝুঁকি নিয়ে ছবি, ভিডিয়ো তোলেন অনেকেই। ব্রাজিলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'ডেভিলস থ্রোট'-এ এমন ঘটনাই ঘটল। ব্রাজিল-আর্জেন্টিনা সীমান্তে ইগাজু ও পানামা নদীতে বোট সফরে যান নেইমারদের দেশের দুই জনপ্রিয় ইনস্টা ইনফ্লুয়েন্সার আলনে তামারা মোরিরা দে আমোরিম (৩৭ বছর) (Aline Tamara Moreira de Amorim) ও বিটরিজ সিলভা ফারিয়া (২৭ ( Beatriz Tavares da Silva Faria))।
উত্তাল নদীতে চলা বোটে পর্যটকে ঠাসা ছিল। নিয়ম মেনে সেই ইনস্টা ইনফ্লুয়েন্সারকে লাইফ জ্যাকেট দেন বোট চালক। কিন্তু তাঁরা জানান, তাদের সেলফি, ভিডিয়ো তুলতে হবে, লাইফ জ্যাকেট পরে থাকলে একেবারে ভাল দেখাবে না। আর ভাল না দেখালে লাইক কম আসবে। এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। পাঁচজনের জায়গায় ৬ জনকে নিয়ে বোটটা উত্তাল নদীতে যাওয়ার সময় সেটি ডুবে যায়। একজন লাইফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যান। কিন্তু সেই দুই ইনস্টা ইনফ্লুয়েন্সারের সলিল সমাধি ঘটে। বোট চালক ও প্রত্যক্ষদর্শীদের জেরা করে পুলিশ এই কথা জানতে পারে।
নদীতে ডুবে মৃত্যু এই দুই ইনস্টা ইনফ্লুয়েন্সারের
The horrific drowning of two influencers after a yacht party happened when their overcrowded boat was sunk by a wave and they had refused to wear lifejackets, cops have revealed
Aline Tamara Moreira de Amorim, 37, and Beatriz Tavares da Silva Faria, 27, were found dead after pic.twitter.com/uvKBSsngut
— MassiVeMaC (@SchengenStory) October 29, 2024
পুলিশ জানায়, শুধু পারফেক্ট সেলফি তোলার নেশায় লাইফ জ্যাকেট না পরায় জলে ডুবে মারা যায় তামারা ও বিটরিজ নামের দুই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মহিলারা। উদ্ধারকারী দল শুরুতেই সমুদ্র সৈক্যতে বিটরেজের দেহ উদ্ধার কর। আর উদ্ধারের আশা শেষ হয়ে আশার পর প্রায় সপ্তাহখানেক বাদে তামারা-র দে ভেসে আসে ইতাকুইটানডুভা উপকূল অঞ্চলে।