দিল্লি, ২৪ জুলাই: ChatGPT কে ধন্যবাদ দিলেন এক মহিলা। তাঁর মায়ের কী হয়েছে, এমন প্রশ্ন ওই ভারতীয় মহিলা করেছিলেন ChatGPT কে। যার উত্তরে ওপেন এ আই অর্থাৎ ChatGPT সংশ্লিষ্ট মহিলাকে সম্ভাব্য তথ্য দেন তাঁর মায়ের কী হয়েছে, তা নিয়ে। চিকিৎসকরা যখন বলতে পারছিলেন না, ওই মহিলার মায়ের শরীরে কোন রোগ বাসা বেঁধেছে, ChatGPT সে বিষয়ে তাঁকে জানিয়ে দেয়। ChatGPT এর কাছ থেকে ওই মহিলা মায়ের অসুস্থতার সম্পূর্ণ তথ্য পেয়ে কার্যত আবেগপ্লুত হয়ে পড়েন। চিকিৎসকরা যেখানে তাঁর মায়ের অসুস্থতা সম্পর্কে কিছু বলতে পারছিলেন না, সেই সময় ChatGPT তাঁকে সাহায্য করেছে বলে দাবি করেন ওই মহিলা।
রিপোর্টে প্রকাশ, ওই মহিলার মা গত এক বছর ধরে কাশিতে ভুগছিলেন। একটানা কাশি হচ্ছিল তাঁর। চিকিৎসকরা কোনওভাবেই ধরতে পারছিলেন না, তাঁর মায়ের কী হয়েছে।
ChatGPT এর কাছ থেকে সাহায্য পাওয়া মহিলার কথায়, তিনি তাঁর মাকে নিয়ে একাধিক বড় চিকিৎসকের কাছে গিয়েছেন। হাসপাতাল থেকে ডাক্তার, বদ্যি কিছু বাদ দেননি। কিন্তু কেউই স্পষ্টভাবে বলতে পারেননি, তাঁর মায়ের আদতে কী হয়েছে। কাশি যখন বেড়ে যেত, সেই সময় ওই মহিলার মায়ের গলা থেকে রক্তক্ষরণ হত বলেও তিনি জানান। হোমিওপ্যাথি থেকে অ্যালাপ্যাথি কিংবা কবিরাজি, তিনি কোনও কিছু ই বাদ দেননি মায়ের চিকিৎসা করাতে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না।
দেখুন ChatGPT কে প্রশ্ন করে কী উত্তর পান ওই মহিলা...
ChatGPT saved my mom
My mom had a nonstop cough for 1.5 years.
We saw top doctors, visited big hospitals in & out of the city, tried homeopathy, ayurveda, allopathy nothing helped.
It got worse: internal bleeding started.
Doctors said, "If this goes on for 6 more months, it could…
— Shreya.tsx (@Life_of_coder) July 23, 2025
এরপর ChatGPT এর দ্বারস্থ হন ওই মহিলা। মায়ের শরীরের উপসর্গগুলি নিয়ে তিনি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে প্রশ্ন করেন। যার উত্তরে ব্লাড প্রেসারের ওষুধ নিয়ে তাঁকে পরামর্শ দেওয়া হয়। যা শুনে ওই মহিলা সোজা চিকিৎসকের কাছে যান। চিকিৎসক সবকিছু শুনে এরপর ওই মহিলার বিপির ওষুধ পালটে দেন। বর্তমানে ওই মহিলার মা ক্রমাগত সুস্থ হতে শুরু করেছেন বলে জানান।