Viral Video: বিরাটদের জয়ের পর মেলবোর্নে একসঙ্গে নাচলেন ভারত, পাকিস্তানের ক্রিকেট ভক্তরা, দেখুন
India-Pakistan Cricket Fans (Photo Credit: Twitter)

টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে পরাজিত হওয়ার পর পড়শি দেশ থেকে একাধিক ছবি উঠে আসতে শুরু করে। ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তানিদের টিভি ভাংচুর করতেও দেখা যায়। যে ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। এসবের মধ্যে এবার উঠে এল একতার ছবি। যেখানে ভারত, পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের একসঙ্গে নাচতে দেখা যায়। 'ইশক তেরা তড়পাবে'-র ধুনে নাচতে দেখা যায় ভারত, পাকিস্তানের বেশ কিছু ক্রিকেট ভক্তকে। রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দুই দেশের ক্রিকেট ভক্তদের এমন ছবি চোখে পড়ে। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোলবোর্ন স্টেডিয়ামের বাইরে দুই দেশের ক্রিকেট ভক্তদের নাচের ভিডিয়ো তুলে ধরেন।

 

পাঞ্জাবি গান কীভাবে দুই দেশের ক্রিকেট ভক্তদের একসূত্রে গেঁথে ফেলতে পারে, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। পাশাপাশি মুহূর্তে ভাইরাল হয়ে যায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দুই দেশের ক্রিকেট অনুরাগীদের নাচের ভিডিয়ো।