নবরংপুর, ১৩ অক্টোবর: দুই মাথা ৩ চোখ বিশিষ্ট বাছুরের (Two-Headed Calf) জন্ম হল ওড়িশার (Odisha) নবরংপুরে। নবরাত্রির (Navaratri 2021) মধ্যে ঘটনাটি ঘটায় স্থানীয়রা সদ্য জন্ম নেওয়া বাছুরের পুজো করতে শুরু করেছেন। স্থানীয়দের দাবি, এই বাছুর মা দুর্গার অবতার। নবরংপুরের কুমুলি পঞ্চায়েতের বিজাপুর গ্রামের বাসিন্দা ধনিরাম পেশায় কৃষক। তাঁর গরুর এই অদ্ভুত দর্শন বাছুর জন্মেছে। ২ মাথার ৩ চোখ বিশিষ্ট এই বাছুর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই বাছুর গোটা কৃষক পরিবারকে বিষ্মিত করেছে। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয় ওই গরু। প্রসব বেদনার সময় প্রচুর কষ্ট পেয়েছে। বাছুরের জন্মের পর ধনিরাম দেখেন তার দুটি মাথা ও তিনটি চোখ। আরও পড়ুন- Durga Puja 2021: এই পুজোতে ভাত ঘুম না 'মাস্ক গুম', কী বলল গুগল
কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত দর্শন বাছুরের জন্মের খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধনিরামের বাড়িতে এসে বাছুরের আরাধনা শুরু করে। তাকে সবাই দুর্গার অবতার হিসেবেই দেখছে। এদিকে দুটি মাথা ও তিনটি চোখের কারণে বাছুরটিকে দুধ খেতেও অসুবিধায়া পড়তে হয়েছে। বাসিন্দারা বারংবার বাছুরটির মুখ দক্ষিণদিকে করে দিচ্ছে, কারণ এই দিককে পবিত্র হিসেবে মানা হয়।