Swiggy Controversy (Photo Credit: Twitter)

'কোনও মুসলিম (Muslim) ডেলিভারি পার্সনকে পাঠাবেন না।'  হায়দরাবাদের (Hyderabad) এক ব্যক্তি যখন এমন মেসেজ পাঠান সুইগির কাছে, তার স্ক্রিনশট ভাইরাল (Viral) হতে শুরু করে। মুসলিম ডেলিভারি পার্সনকে পাঠানোয় আপত্তি জানান ওই ব্যক্তি। যার বক্তব্য সোশ্যাল সাইটে প্রকাশ হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। শেখ সালাউদ্দিন নামে এক ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সংশ্লিষ্ট ব্যক্তির স্টেটাস শেয়ার করেন। শুধু তাই নয়, এই ধরনের ধর্মান্ধ কোনও ব্যক্তির বিরুদ্ধে যাতে সংশ্লিষ্ট ফুড ডেলিভারি অ্যাপ পদক্ষেপ করে, সেই আবেদনও জানানো হয়। যদিও সুইগির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করা হয়নি।

হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা শিখ, যে কোনও ধর্মের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া যাঁদের কাজ ধর্মবর্ণ নির্বিশেষে, তাঁদের কেন এভাবে নিশানা করা হচ্ছে বলে সোশ্যাল সাইটে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। নিজের কর্মীদের রক্ষা করতে সুইগি কী ব্যবস্থা নিচ্ছে বলেও প্রশ্ন তোলেন অনেকে।

 

তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনায় নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়।