ছুটির শুভেচ্ছা ২০১৯ (Photo Credits: Google)

Holiday Season Google Doodle Marks Christmas Eve! আজ থেকে শুরু হয়ে গেল ছুটির আমেজ। উপভোগ করার মত ঠান্ডাও পড়েছে জমিয়ে। জিঙ্গেল বেল বাজিয়ে সান্টা আসছে খুশি আর একরাশ আনন্দ নিয়ে। পুরো পৃথিবীব্যাপী এই ছুটির আমেজকে আরও বিশেষ করতে গুগল (Google) তাদের ডুডলের (Doodle) মাধ্যমে সকলকে জানাল ছুটির শুভেচ্ছা ২০১৯। কোনো উৎসবই ততক্ষণ বিশেষ হয় না যতক্ষণ না পর্যন্ত সুমধুর শুভেচ্ছাবার্তা না দেওয়া হয়। গুগলও তা জানাতে ভুলল না। ছুটির মরসুমকে স্বাগত জানিয়ে এই খুশির দিনে শুভেচ্ছা জানাল- 'বছরের সবচেয়ে সুন্দর সময় এই ছুটির উত্সব উপভোগ করার মরসুম। ছুটির শুভেচ্ছা ২০১৯!' (Happy Holidays 2019)

আমেরিকায় আজ থেকে ১ লা জানুয়ারীর নতুন বছর পর্যন্ত চলে ধন্যবাদ জানানোর পালা। তবে শুধু ক্রিসমাসই নয়। হানুকা এবং কোয়ানজা উৎসবও পালন করা হয় বিভিন্ন প্রান্তে। মূলত এই সময়টা পশ্চিমি সভ্যয়টার জন্য বিশাল বড় উৎসব। তবুও আলোয় ভরা খুশির উৎসবের আনন্দ উপভোগ করে পৃথিবীব্যাপী। আরও পড়ুন, "সিক্রেট সান্তা"-তে সহকর্মী হোক বা বন্ধু, ক্রিসমাসের উপহার বাছুন মাত্র ৫০০ টাকার মধ্যে

ক্রিসমাস (Christmas) উৎসবের আনন্দে চারিদিক যেন খুশির আয়োজন লেগে রয়েছে। ক্রিসমাস ট্রি, ঘণ্টা, আলো দিয়ে সেজেছে পৃথিবীর প্রতি কোণায়। গুগলও সেজেছে মিষ্টি ডুডলে। যেখানে ঘোড়ায় টানা গাড়ি করে সান্টা আসছে উপহার নিয়ে। সঙ্গে আছে ক্রিসমাস ট্রি। আগামীকাল বড়দিন অর্থাৎ যিশু খ্রীষ্টের জন্মদিন। চার্চে আজ রাত ১২ টায় বাজবে পবিত্র সময়ের ঘণ্টা। প্রার্থনার মাধ্যমে যিশুকে শ্রদ্ধা জানানো হবে। শুরু হবে খুশির উৎসব। তবে শুধু ক্রিসমাস নয়, এই সময় হানুকা (Hanukkah) বলে একটি উৎসবও হয়। মোমবাতি জ্বালিয়ে আজ ইসরায়েল এবং অ্যামেরিকায় ইহুদি সম্প্রদায়ের মানুষরা সকলেই এই উৎসব উদযাপন করে থাকে৷