Couple Donates Lifetime Earnings (Photo Credit: X)

নয়াদিল্লি: গুজরাটের কোটিপতি ব্যবসায়ী সারাজীবনের অর্জিত সম্পদ দান করে দিলেন। গুজরাটের হিম্মতনগরের ব্যবসায়ী ভবেশ ভাই ভান্ডারি ও তাঁর স্ত্রী জৈন ধর্মে দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জৈন ধর্মে দীক্ষা নেওয়া মানে সন্ন্যাস গ্রহণ করা অর্থাৎ জড় জগত থেকে দূরে থাকা। ভাভেশ ভান্ডারি এবং তাঁর স্ত্রী ‘সায়ম জীবন’ পালনের জন্য তাঁদের সারা জীবনের উপার্জন করা ২০০ কোটি টাকার সম্পত্তি দান করেছেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যপক ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন: Lord Ram’s ‘Surya Tilak’ on Ram Navami: রাম নবমীতে শ্রী রামলালার তিলক করবেন সূর্যদেব, সফল পরীক্ষায় নিযুক্ত বিজ্ঞানীরা (দেখুন ভিডিও)

ভাণ্ডারীর নির্মাণসহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করতেন। এবার তিনি সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে জৈন ধর্মে দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীক্ষা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। হিম্মতনগরে এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। রাস্তা দিয়ে মিছিল করে এই দম্পতি নিজেদের সম্পত্তি বিলিয়ে দেন। আগামী ২২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দীক্ষিত হবেন ভবেশ ভান্ডারী এবং তাঁর স্ত্রী।