কানপুর: চলন্ত ট্রেন (Moving train) থেকে নামতে গিয়ে দুই সন্তানকে (child) নিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন এক মহিলা (woman। বিষয়টি দেখতে পেয়ে অবিশ্বাস্য তৎপরতায় তাঁদের প্রাণ বাঁচালেন জিআরপি (GRP)-র একজন হেড কনস্টেবল (Head Constable)। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে (Kanpur Central Railway Station)।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজটি পরে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে উত্তরপ্রদেশ পুলিশ। যা দেখে ওই কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেন থেকে স্টেশনের প্ল্যার্টফর্মে নামতে গিয়ে দুই সন্তানকে নিয়ে ট্রেনের চাকার তলায় চলে যাচ্ছেন এক মহিলা। আর বিষয়টি দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁকে হাত ধরে তুলে এনে প্রাণ বাঁচালেন জিআরপি-র একজন হেড কনস্টেবল। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: যোগীরাজ্যে অনাচার! হুক্কা বারের মধ্যে ধর্ষিতা চিকিৎসক দম্পতির নাবালিকা মেয়ে
Train(ed) to rescue- Saluting the heroic act of HC Shailendra of #UPGRP who saved a woman from falling off the railway track with incredible agility at Kanpur central railway stn. Boarding or disembarking a moving train can be fatal & should be avoided at all cost. #HeroesOfUPP pic.twitter.com/IaHdZvvDli
— UP POLICE (@Uppolice) March 4, 2023