প্রতীকী ছবি

কানপুর: চিকিৎসক দম্পতির (Doctor Couple) নাবালিকা মেয়েকে (Minor Daughter) ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল একটি হুক্কা বারের (Hookah Bar) মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের ( Kanpur) বার্রা পুলিশ স্টেশন (Barra police station) এলাকায়। ইতিমধ্যেই এই বিষয়ে নির্যাতিতার বাবা মোট আটজনের নামে পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করেছে। তার মধ্যে অভিযোগে তিনজনের নাম উল্লেখ করেছেন আর বাকি পাঁচজনের নাম তিনি জানেন না বলে জানিয়েছেন।

ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, শুক্রবার বিনয় কুমার নামে একজন যুবক তাঁর ১৬ বছরের নাবালিকা কন্যাকে কার্রাহি এলাকার একটি হুক্কা বার এমজি ক্যাফে-তে ফোন করে আসতে বলে। তাঁর কন্যা সেখানে যাওয়ার পর বিনয় কুমার সফ্ট ডিঙ্কসের মধ্যে উত্তেজক ওযুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়।

এরপর ওই যুবক নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে অভিযুক্ত যুবকের বন্ধুরা তাকে ফের ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন এর প্রতিবাদ করার চেষ্টা করে তখন তাকে মারধর করার পাশাপাশি ভিডিয়ো করে রাখে। হুমকি দেয় ধর্ষণের কথা যদি সে কাউকে জানায় তাহলে ভিডিয়োটি ভাইরাল করে দেবে।

যদিও মেয়েটি বাড়ি ফিরেই তার বাবাকে সব কথা খুলে বলে। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান ওই চিকিৎসক। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের নামে ধর্ষণ, মারধর ও পকসো আইন-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে।

এপ্রসঙ্গে নাউবাস্তার অতিরিক্ত পুলিশ কমিশনার অভিষেক পান্ডে জানান, মেয়েটির বাবা অভিযোগ দায়ের করার পরেই বার্রা থানার ইন্সপেক্টরকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। আরও পড়ুন: Madhya Pradesh: জন্মদিনের সকালে গাছের চারা রোপণ করে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং (দেখুন সেই ছবি)