করোনাভাইরাস সংক্রমণ যতই বড় আকার নিচ্ছে ততই বাড়ছে ভুয়ো খবরের রমরমা (Fake News)। আর সেই সব ভুয়ো খবর ছড়াচ্ছে সোশাল মিডিয়ার মাধ্যমে। এই ধরনের মহামারী ও সঙ্কেটের সময় কিছু লোক সোশাল মিডিয়ায় ভুয়ো বার্তা ছড়িয়ে দিচ্ছেন, আর সেই সব বার্তা যাচাই না করে শেয়ার হচ্ছে। সর্বশেষে গুজব ছড়িয়েছে একটি দাবিকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার (Government of India) সকল দেশবাসীকে ২০০০ টাকা করে দিতে শুরু করেছে। সেই বার্তায় একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে।
বলা হয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে টাকা পাওয়া যাবে। আরও বলা হয়েছে যে একবারই এই টাকা পাওয়া যাবে। তাড়াতাড়ি আবেদন করতে হবে। আরও পড়ুন: Budweiser: ১২ বছর ধরে বিয়ারের ট্যাঙ্কে মুত্রত্যাগ করছেন বিয়ার ব্র্যান্ড বুডউইজারের এক কর্মী? জানুন আসল সত্যি
Claim- A whatsapp viral message claims that Government has approved and started giving out free Rs 2000 relief fund to each citizen.#PIBFactcheck: #Fake. The fraud link given is a Clickbait. Beware of such Fraudulent websites and whatsapp forwards. pic.twitter.com/6JWIx8AIDe
— PIB Fact Check (@PIBFactCheck) July 2, 2020
আজ এই বার্তাটি ভুয়ো বলে জানিয়েছেন প্রেস ইনফরমেশন ব্যুরো। তারা জানিয়েছে, এই ধরনের কোনও কিছু সরকার ঘোষণা করেনি। এটাা ভুয়ো ও প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে। নাগরিকদের এই ধরনর ভুয়ো বার্তা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।