Representative Image (Photo Credit- Wikimedia Commons)

তিরুবনন্তপুরম, ১০ অগাস্ট :  গুগল ম্যাপ (Google Maps) অনুসরণ করে গন্তব্যে পৌঁছাতে গিয়ে ৩ মাসের শিশু-সহ খালে পড়ল গাড়ি। গাড়িতে মোট চারজন ছিলেন। তবে চারজন অক্ষতই রয়েছেন। ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়ামে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে ডাক্তার সোনিয়া, সঙ্গে তাঁর তিনমাস বয়সী শিশুকন্যা। মা সোসাম্মা ও আত্মীয় অনীশ। অনীশ ছিলেন চালকের আসনে। তাঁরা সবাই মিলে কুম্বানাদে যাচ্ছিলেন। আরও পড়ুন-Coronavirus Cases In India: ফের বাড়ল সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ১৬ হাজার ৪৭ জন

এই প্রসঙ্গে কোট্টায়াম পশ্চিমের পুলিশ জানিয়েছে, পরিবারটি গুগল ম্যাপের উপরে ভরসা করে পথে বেরিয়েছিল। থিরুভাতুক্কাল নাট্টাকম সিমেন্ট জংশনের কাছে গাড়িটি পথ হারায়। এরপর পারাচল এলাকার একটি খালে গিয়ে পড়ে গাড়িটি। গুগল ম্যাপের দিক নির্দেশ মানা ছাড়া আশপাশে তাকিয়েও দেখেননি চালকের আসনে বসে থাকা অনিশ। তবে স্থানীয়রাই কোনওরকম বিপদ ঘটার আগে ডুবন্ত আরোহীদের উদ্ধার করেন। পরে একটি লরি এনে খালের জল থেকে গাড়িটিকে তোলা হয়। ডাক্তার সোনিয়া ফোন করে গোটা বিষয়টি বাড়িতে জানালে, পরিবারের লোকজন  এসে তাঁদের নিয়ে যায়।