নয়াদিল্লিঃ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি(Rain)। সেই বৃষ্টি মাথায়। সেই বৃষ্টি মাথায় নিয়ে টহল দিতে বেরিয়েছিল পুলিশ (Police) বাহিনী। আর এদিকে পুলিশের গাড়ির তলায় ঘাপটি মেরে বসেছিল মস্ত বড় অজগর(Python)। সাপের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে পড়েন পুলিশকর্মীরা। তারপর ধীরেধীরে গাড়ি সামনে এগোতেই মাথা বের করে সরীসৃপটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো। যা দ্রুত সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
মধ্যপ্রদেশের রাস্তায় মস্ত বড় অজগর, ভাইরাল ভিডিয়ো
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ভানপুর শহরে। রবিবার বৃষ্টি মাথায় রাস্তায় টহল দিতে বেরিয়ে এই অভিজ্ঞতার শিকার হয় পুলিশ। গাড়ির তলায় লুকিয়ে বসেছিল একটি ১২ ফুট লম্বা অজগর। বিপদ বুঝে গাড়ি থেকে নেমে যান সকলে। তারপর ধীরে ধীরে গাড়ির তলা থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে যায় সাপটি। এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন এক পুলিশকর্মী। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়ো দেখে ভয়ে আঁতকে উঠছেন নেটিজেনিরা।
পুলিশের গাড়িতে ১২ ফুট লম্বা অজগর! ভাইরাল হাড়হিম করা ভিডিয়ো
Viral video: Giant python emerges from police jeep in #MadhyaPradesh, WATCHhttps://t.co/6i5LWq2ObL
— DNA (@dna) July 30, 2025