Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) অনুষ্ঠান যখন মধ্য গগণে, সেই সময় সামনে এল একটি মন ভাল করা ভিডিয়ো। যেখানে গণেশজির হাতের উপর নিশ্চিন্তে ঘুমোতে দেখা যায় একটি বেড়ালকে। সুন্দর করে সাজানো গণপতির হাতের উপর আরাম করে ওই বেড়ালটিকে (Cat Sleeping) নিশ্চিন্ত মনে ঘুমোতে দেখা যায়। গণেশ চতুর্থীর মাঝে েই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়। যা দেখে মন ভাল হয়ে যায় বহু মানুষের।
দেখুন সেই ভিডিয়ো যেখানে গণপতির হাতের উপর নিশ্চিন্তে ঘুমোতে দেখা যায় একটি বেড়ালকে...
View this post on Instagram
গণেশের বাহন কে
গণপতির বাহন হিসেবে পরিচিত ইঁদূর। যাকে মুষকরাজও বলা হয়। হিন্দু ধর্মে এই ইঁদুরকেই গণপতির বাহন রূপে দেখানো হয়েছে। তবে এবার গণপতির বাহন যখন নীচে বসে রয়েছে, সেই সময় একটি বেড়ালকে দেখা যায় গজাননের হাতের উপর উঠে ঘুমোতে।
এবারের গণেশ চতুর্থী কবে শুরু এবং কবে শেষ
২৭ অগাস্ট থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থী। আগামী ৬ সেপ্টেম্বর বিসর্জন। গোটা মহারাষ্ট্র, তেলাঙ্গানা মেতে উঠেছে গণেশ উৎসবে। মহারাষ্ট্রের মুম্বই, পুণে, নাগপুর, নাসিকে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। বড় বড় প্যান্ডেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা খাওয়াদাওয়া, গণেশ উৎসবে মহারাষ্ট্র আলোর রোশনাইতে ভরে ওঠে।
মহারাষ্ট্র এবং তেলাঙ্গানার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকে গণপতির আরাধনা করছেন ভক্তি ভরে।