Photo Credits: ANI

জম্মু: ইতিমধ্যে বরফের চাদরে ঢেকে গেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা। তার মাঝেই শুক্রবার বিকেলে নতুন করে তুষারপাত (fresh snowfall) শুরু হল জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রিয়াসি জেলার (Reasi district) বিস্তীর্ণ এলাকায়।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর টুইটার পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, রিয়াসি জেলার মাতা বৈষ্ণোদেবী মন্দির (Mata Vaishno Devi shrine) সংলগ্ন এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে। আর তাকে উপেক্ষা করেই তীর্থযাত্রীরা পায়ে হেঁটে এগিয়ে চলেছেন মন্দিরের দিকে। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার (helicopter) ও ব্যাটারিচালিত রোপওয়ে সার্ভিস (battery car service) বন্ধ থাকলেও পায়ে হেঁটে মন্দির যেতে দেওয়া হয়েছে মানুষকে। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে মোহিত হয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন: Kerala: নাবালিকা ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, কেরলে ধৃত স্কুলশিক্ষক