দিল্লি : মহিলা পাইলট ও তার স্বামীকে মারধরের ঘটনটা ঘটল দিল্লিতে। এই দুজনেরই বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তারা এখন পুলিশি হেফাজতে। কেন তাদের মারধোর করল?
সূত্রের খবর, দিল্লির দ্বারকায় বসবাসকারী এই মহিলা পাইলট ও তার স্বামী তিনিও বিমান সংস্থার কর্মী, তাঁরা ১০ বছর বয়সী একটি মেয়েকে (Minor Girl) গৃহকর্মী (Domestic) হিসেবে নিয়োগ করেন, এরপর লাগাতার ওই কিশোরীর উপর নির্যাতনের অভিযোগে উত্তেজিত জনতা দুজনকে মারধর করে। দিল্লি পুলিশ বিষয়টির সত্যতা যাচাই করে ওই মহিলা পাইলট ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ওই যুগলের বিরুদ্ধে IPC এর ৩২৩, ৩২৪ ,৩৪২ ধারা এবং শিশু শ্রম আইন, ৭৫ জে জে আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : Kathua Shocker: কাশ্মীরের কাটুয়াতে বন্যার ফলে ভূমিধসে মৃত কমপক্ষে ৮
দেখুন ভিডিও
#WATCH | A woman pilot and her husband, also an airline staff, were thrashed by a mob in Delhi's Dwarka for allegedly employing a 10-year-old girl as a domestic help and torturing her.
The girl has been medically examined. Case registered u/s 323,324,342 IPC and Child Labour… pic.twitter.com/qlpH0HuO0z
— ANI (@ANI) July 19, 2023