Fact Check: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের (AI Video) দুনিয়ায় কোনও জিনিসই ভার্চুয়ালভাবে অবসম্ভাবী নয়। তা ফের প্রমাণ করল একটি ভিডিয়ো। যেখানে মেরিন ট্রেনার অর্থাৎ প্রশিক্ষক জেসিক র্যাডক্লিফের (Jessica Radcliffe) একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, কিলার হোয়েল অর্থাৎ মারণ তিমির মুখে পড়েছেন জেসিকা।
প্যাসিফিক ব্লু মেরিন পার্কে যখন জেসিফা র্যাডক্লিফ কিলার হোয়েল ওরকার সঙ্গে ছিলেন। সেই সময় ওরকা (Orca) মুখে তুলে নিয়ে যায় জেসিকাকে। এরপর আচমকাই আর জেসিকাকে দেখা যায়নি। ওরকা মুখ নীচু করে ফেললে কোথায় জেসিকা হারিয়ে যান, তা দেখতে না পেয়ে, সেদিকে ছুটে যান সেখানকার নিরাপত্তারক্ষীরা। তবে জেসিকার খোঁজ মেলেনি। এমন দেখা যায় ভিডিয়োতে। তাহলে কি ওরকার মুখ থেকে পেটে চলে যান জেসিকা, এমন প্রশ্ন উঠতে শুরু করে।
ভিডিয়োর সত্যতা যাচাই
জেসিকা র্যাডক্লিফের যে ভিডিয়োটি ভাইরাল হয়, তা দেখে গোটা বিশ্বের মানুষ আঁতকে ওঠেন। কিন্তু ফ্যাক্ট চেকের পর দেখা যায়, প্যাসিফিক মেরিন পার্ক থেকে জেসিকা র্যাডক্লিফের যে ভিডিয়োটি ভাইরাল হয়, তা আদ্যান্ত ভুয়ো। আর্টিৎফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে বলে জানা যায়।
দেখুন জেসিতা র্যাডক্লিফের সেই ভিডিয়ো...
I have jessica radcliffe video orca, jessica radcliffe orca attack video, video jessica accident orque!!
6 minutes video https://t.co/4DBCKycyxT pic.twitter.com/PgXYavYSgp
— Burhan Khizer (@MeerKp20450) August 11, 2025