Fact Check:গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ রাউন্ড রবীন পর্বের ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে বাংলাদেশ (Bangladesh Women Cricket Team)। BAN W vs SA W টসে জিতে প্রথমে ব্য়াট করতে নেমে শক্তিশালী প্রোটিয়া বোলিংয়ের সামনে বেশ লড়ছে বাংলাদেশের মহিলা দল। দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এই ম্য়াচে দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন শারমিন আখতার (৫০) ও শোরনা মোস্তারি (৫১ অপারজিত)। অধিনায়িকা নিগার সুলতানা (৩২), ওপেনার ফারগানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫) সেট হয়ে আউট হয়ে যান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ মহিলা দল করল ৬ উইকেটে ২৩২। এরই মাঝে চলতি মহিলা বিশ্বকাপে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ম্যাচের একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যে ছবিটিতে দেখা যাচ্ছে বাংলাদেশ মহিলা দলের ব্য়াটাররা সম্পূর্ণ মুখ ঢাকা পোশাক, বোরখা পরে ব্যাট করছেন। তার মধ্যে হিজাব পরা একজন মহিলা ক্রিকেটারের হাতে ব্য়াট নেই। বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের হিজাব পরা ভাইরাল ছবিটি সামাজিক মাধ্যমে দাবানলের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুয়ো ছবিটি কীভাবে তৈরি করা হয়
আসলে এই ছবিটি ভুয়ো। জেমিনি AI-এর মাধ্যমে এই ছবিটি জেনারেট করে ভাইরাল করা হয়েছে। ছবিটি সম্ভবত এআই জেনারেটেড, কারণ ডান দিকের নিচের কোণে থাকা জেমিনি ওয়াটারমার্ক লক্ষ্য করা যাচ্ছে। এটি গুগলের জেনারেটিভ এআই টুল। এর একটি ফিচার, যা ব্যবহারকারীদের কাস্টম প্রম্পট দিয়ে ছবি এডিট করার সুযোগ দেয়। ২০২৪ সালে লঞ্চ করা গুগল জেমিনি এআই ব্যবহারকারীদের বাস্তবসম্মত এডিট তৈরি করতে দেয়, যেমন ক্রিকেট জার্সি বা ইউনিফর্ম। এই AI জেনারেটেড বোঝায় কিভাবে এমন একটি ছবি আসল ম্যাচের স্ক্রিনশট থেকে তৈরি করা যেতে পারে। মুসলিম মহিলা ক্রীড়াবিদরা, বিশেষ করে ক্রিকেটাররা, প্রায়ই পোশাকসংক্রান্ত বিতর্কের মুখোমুখি হন। ২০২৩ সালের আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের (ICC) নির্দেশিকা অনুযায়ী, হিজাব পরিধান অনুমোদিত, তবে নিরাপত্তার কারণে সম্পূর্ণ মুখ ঢেকে রাখার মতো বোরখা পরা অনুমোদিত নয়।
দেখুন ভুয়ো সেই ছবিটি
Wtf 😭😭 Is the Bangladesh women's team playing in a burqa against New Zealand? pic.twitter.com/2eWUDpAmHz
— ADITYA 🇮🇹 (@Wxtreme10) October 13, 2025
আজ হারলেই বিদায় পাকা বাংলাদেশের
পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর দারুণ লড়েও নিগার সুলতানারা হেরে যান ইংল্যান্ডের কাছে। এরপর নিউ জিল্যান্ডের কাছে ১০০ রানে হারে বাংলাদেশ। সেমিফাইনালে আশা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে তাই আজ জিততেই হবে।