এক্সিট পোল একেবারে মেলেনি। গত বেশ কয়েকটি নির্বাচনে ফল মিলিয়ে দেওয়া সংস্থা 'অ্যাক্সিস মাই ইন্ডিয়া' দিন দুয়েক আগেই ভোট মিটতেই জানিয়েছিল, দেশজুড়ে বিজেপির নেতৃত্বে এনডিএ ৪০০-র কাছাকাছি আসনে জিততে পারে। এমনকী সেই আসন সংখ্যা ৪১০ও হয়ে যেতে পারে বলে সেই সমীক্ষক সংস্থার প্রধান প্রদীপ গুপ্ত জানিয়েছিলেন। বাংলায় বিজেপি ৩০টি লোকসভা আসন জিততে পারে বলেও এক্সিট পোলে জানিয়েছিল সেই সংস্থা। কিন্তু বাংলায় একেবারেই উল্টো হল ফল।
এত বড় ভুলের জন্য এক বেসরকারী টিভি চ্যানেলের স্টুডিয়োতে বসে কাঁদতে দেখা গেল সমীক্ষক-কে। ক দিন আগেই তিনি রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছিলেন, সেই কংগ্রেস এখন প্রায় ১০০টি আসন জিতে ঘুরে দাঁড়াতে চলেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্টাতা পাওয়ার জায়গায় নেই।
দেখুন ভিডিয়ো
Pradeep Gupta made fun of Rahul Gandhi yesterday and called Khata Khat as nonsense
Today RaGa brought him in knees, he is crying and we aren't feeling bad 🔥 pic.twitter.com/50NEagxiO5
— Amockxi FC (@Amockx2022) June 4, 2024
গত লোকসভা নির্বাচনে এক্সিট পোলের ফল মিলিয়ে দেওয়ার আননন্দে কোমর দুলিয়ে নেচেছিলেন সমীক্ষক প্রদীপ গুপ্তা। এবার সেখানে তিনি কাঁদলেন। দেশের মন বুঝতে পুরোপুরি ব্যর্থ হল তার সংস্থা।