Eva the Cat Makes History: ওর নাম ইভা। ছোট মিষ্টি দুধসাদা বিড়াল। কেরলের ইতিহাসে ও পাকাপাকি থেকে যাবে। আসলে কোনও কিছুরই প্রথম জিনিসটা সব সময় থেকে যায়। তা এই ইভা নামের বিড়ালের কীর্তিটা একেবারে অনন্য। না, না, ওর কোনও বিশেষ স্কিল নেই, যা দিয়ে গিনিজ বুকে নাম ওঠাবে, বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। ইভা কাতারের দোহা থেকে মালিকের পাশ বসে সোজা বিমানে চড়ে নেমেছে কেরলের কোচিনের আন্তর্জাতিক বিমানবন্দরে ( (Cochin International Airport))। আর এখানেই হয়েছে ইতিহাসটা। 'ক্যাট ইভা'-ই কোচি বিমানবন্দরের ইতিহাসে প্রথম প্রাণী যে বিদেশ থেকে সরাসরি উড়ে এল। এতদিন কোচি বিমানবন্দরে বিদেশ থেকে কোনও প্রাণীর বিমানে চড়ে আসার অনুমতি ছিল না।
বিদেশ থেকে বিমানে চড়িয়ে ভারতে পোষ্য প্রাণী আনার বেশ কিছু নিয়ম থাকতে হয় বিমানবন্দর। তেমন অনুমতি দেশের হাতে গোণা কিছু আন্তর্জাতিক বিমানবন্দরেই আছে।
সম্প্রতি প্রাণী নিভৃতবাস ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ছাড়পত্র ((AQCS সার্টিফিকেট) আদায় করে দেশের সপ্তম বিমানবন্দর হিসেবে বিদেশ থেকে পোষ্য প্রাণী বা জন্তু আনার অনুমতি পেয়েছে কোচিন বিমানবন্দর। আর সেই ছাড়পত্র পাওয়ার পর ইভা নামের বিডা়লটিই কোচিন বিমানবন্দরে নামা প্রথম আন্তর্জাতিক প্রাণী যাত্রী।
বিদেশ থেকে সোজা বিমানে কোচিনে নামল ইভা
#India | A cat named Eva makes history at Cochin airport, after hopping on a flight from Doha@shajuexpress reportshttps://t.co/wT6R0kD2wJ
— The Indian Express (@IndianExpress) November 29, 2024
ইভা-র মালিক কেএ রামাচন্দ্রন ৩৪ বছর কাতারে কর্মজীবন শেষ করে কেরলে ফেরেন। অটো মোবাইলক মেকানিক রামাচন্দ্রন ইভাকে দোহায় ছেড়ে রেখে আসতে রাজি হননি। তাই অনেক কাঠখড় পুড়িয়ে দামি টিকিট কেটে ইভা-কে কোচিতে নিয়ে আসেন। সেই সুযোগে ইভা-ও ইতিহাস গড়ে ফেলল।