একটি জঙ্গল সাফারি (Jungle Safari) আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। তবে, বন্যজীবনে (wild life) মানুষের অনুপ্রবেশ কখনও কখনও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু (IAS Officer Supriya Sahu) তাঁর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একজন রাগান্বিত হাতিকে (Elephant) একটি সাফারি জিপের (Safari Jeep) দিকে দৌড়াতে দেখা যায়। ভিডিওটি আপনার মেরুদণ্ডে কাঁপুনি ধরাতে পারে। ক্লিপটিতে দেখা যাচ্ছে, সাফারি জিপটিকে তাড়া করার সময় হাতিটি জোরে জোরে গর্জন করছে। চালক দ্রুত গতিতে জিপটিকে পেছন দিকে চালাচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হাতিটি হাল ছেড়ে দেয় ও বন্যের মধ্যে চলে যায়। জিপে থাকা পর্যটকরা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলেন।
ভাইরাল হওয়া ভিডিওটির (Viral Video) ক্যাপশনে সুপ্রিয়া লিখেছেন, "আমাকে বলা হয়েছে এটি কর্নাটকের কাবিনী জঙ্গলের। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলায় চালকের দক্ষতা প্রশংসনীয়। এই ভিডিওটি একজন বন্ধু শেয়ার করেছেন।" আরও পড়ুন: Viral Video: গর্জন করে সাফারি জিপকে তাড়া হাতির, বরাত জোরে রক্ষে পর্যটকদের; দেখুন ভিডিও
দেখুন ভিডিও:
I am told this is in Kabini ! Hats off to the driver 🫡 deft handling of the situation with a cool mind is commendable. Source- shared by a friend pic.twitter.com/rfCQbIjK1T
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 8, 2022
৩২ সেকেন্ডের ভিডিওটি টুইটারে দেড় হাজারের বেশিবার রিটুইট করা হয়েছে। ভিডিওটি দেখেন প্রায় ৩ লাখ নেটিজেন। কেউ কেউ চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে।