
Army Drops Cash: একেবারে অভিনব উদ্যোগ। অনেক বলার পরেও হঁশ ফিরছে না। অনেক সচেতনা কর্মসূচি নেওয়া হলেও সাধারণ মানুষের হেলদোল নেই। তাই সাধারণ মানুষের নজর কাড়তে নেওয়া হল অভিনব এক পন্থা। অর্থ এমন একটা জিনিস যা এড়িয়ে চলতে পারেন না কেউ। অর্থ থাকলে তাতে নজর বাড়ে, আকর্ষণ তৈরি হয়। আর তাই অর্থকে হাতিয়ার করেই সাধারণ মানষের মধ্যে সচেতনার কাজ করছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের সেনাবাহিনী। ইকুয়েডরর (Ecuador) গুয়াকুইল শহরে দিন দিন হিংসার, চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। ক্রমেই দেশের অপরাধের রাজধানী হয়ে উঠছে সেই শহর। কিন্তু সেখানকার সাধারণ মানুষ কিছুতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন না।
অর্থই সচেতনার হাতিয়ার!
বোঝাই যাচ্ছে, নিশ্চিই সেখানে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন অনেকেই। আর তাই ইকুয়েডের সেনাকর্মীরা কপ্টারে চড়ে আকাশ থেকে মাটিতে নগদ অর্থ ছুড়ে ফেলছেন। আর সেই টাকা আকাশ থেকে উড়ে এসে পড়ছে সাধারণ মানুষের গায়ে। জিনিসটা টাকা হওয়ায় অনেকেই আগ্রহ দেখিয়ে সেটা তুলছেন। কিন্তু সেটা তোলার পর বোঝা যাচ্ছে টাকাটা নকল।
দেখুন কীভাবে সেনাকর্মীরা আকাশ থেক কাগজ ছুঁড়ছেন
🇪🇨 VIDEO: Ecuadorian army drops fake cash to encourage reporting criminals
A military helicopter in Ecuador drops hundreds of fake bills over the violence-stricken city of Guayaquil, each bearing a government phone number aimed at encouraging citizens to report criminals. pic.twitter.com/adAy5fbFyK
— AFP News Agency (@AFP) June 20, 2025
টাকার বৃষ্টি!
হুবহু টাকার মতই দেখতে সেই কাগজে সরকারী আধিকারীক, পুলিশ কর্তাদের ফোন নম্বর, ইমেল আইডি লেখা আছে। ফলে লুকিয়ে সেখানকার দুষ্কৃতীদের নিয়ে তথ্য, অভিযোগ সরাসরি পুলিশ কর্তাদের দিয়ে দিতে পারবেন স্থানীয় মানুষ। শহরের মাথার ওপর সেনা কপ্টার থেকে হাজারে হাজারে মাটিতে এসে পড়ছে সেইসব নকল নোট।