চেন্নাই, ১৬ মে: তামিলনাড়ুর পোল্লাচ্চিতে এক ব্যক্তির অবাক কাণ্ড। সেম্মানপাত্তির লক্ষ্মণ নামের এক ব্যক্তি কাজ শেষে একটু নিরালায় মদ পান করবেন বলে একটা ৭০ ফুট লম্বা তাল জাতীয় গাছে (Palmyra Tree ) ওঠেন। অনেকটা উঁচুতে বসে গ্রামের শোভা দেখতে দেখতে মদ পান করবেন সেটাই ছিল ৪৯ বছরের লক্ষ্মণের উদ্দেশ্য। কিন্তু অত উঁচু গাছের উপর উঠে মদ পান করে সে বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়েন।
এরপর ঘুম থেকে উঠে বুঝতে পারে, এই অবস্থায় তার পক্ষে নামা সম্ভব নয়। লক্ষ্মণকে মদ খেয়ে অত উঁচু গাছে ঝুলতে দেখে গ্রামবাসীরা ভিড় জমান।
দেখুন টুইট
Drunk Man Gets Stranded Atop 70-Foot-Tall Palmyra Tree in Pollachi, Rescued by Tamil Nadu Fire Services Rescue #TamilNadu #viral https://t.co/81HRkEnTC9
— LatestLY (@latestly) May 16, 2023
পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ক্রেনের মাধ্যমে সেই উঁচু তালগাছ থেকে নামায় লক্ষ্মণকে। তিন ঘণ্টা কসরতের পর লক্ষ্মণকে উদ্ধারের পর তাকে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়।